ফরহাদ হাসানের কাব্যগ্রন্থ রাই
অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি ফরহাদ হাসানের কাব্যগ্রন্থ ‘রাই’। বইটি প্রকাশ করেছে দিব্য প্রকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোবারাক হোসেন লিটন। মেলার দিব্য প্রকাশের ৫৪৫-৫৪৮ নাম্বার স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
গেল বছর একই প্রকাশনা থেকে বের হয়েছিল লেখকের প্রথম কবিতার বই ‘সময়ের ক্ষত’।
৫৬টি কবিতা দিয়ে সাজানো হয়েছে কবির দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘রাই’। বইটিতে কবি নানা ভাব চেতনার কথা, প্রেম, নারী এবং মানবের মনে অধরার প্রতি নানা আকুতি প্রকাশ করেছেন নিজের মনের রঙে।
এলএ/পিআর