বই মেলায় জাবি অধ্যাপকের ‘নিঃসন্তান মাতৃত্ব’


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মির্জা তাসলিমা সুলতানার নতুন বই ‘নিঃসন্তান মাতৃত্ব’। বইটিতে তাসলিমা নিঃসন্তান নারীর সামাজিক ‘কালিমা’, নিঃসন্তান নারী সামাজিকভাবে ‘দোষী ও বিধ্বস্ত’, নারীকে সন্তানহীনতার ‘অভিশাপ’ থেকে মুক্তি, ‘সুখী দাম্পত্য জীবন’ অর্জনসহ নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন।

আই ভি এফ ক্লিনিকের ব্যবহৃত আলোকচিত্র বিশ্লেষণে রোঁলা বার্থের ‘পাঙ্কটাম’ ও উত্তরদাতা মধ্যবিত্ত নারীদের বয়ান বুঝতে জুডিথ বাটলারের ‘পারফরমেটিভিটি’ ধারণার সাহায্য নিয়ে বইটিতে অধ্যাপক তাসলিমা দেখিয়েছেন যে, মাতৃত্বের কোনো একটিমাত্র অর্থ নেই, বরং নারীরা যেমন প্রতিনিয়ত বিদ্যমান মাতৃত্বের ধারণা গ্রহণ করে তেমনি দৈনন্দিন চর্চার মধ্য দিয়ে এ ধারণাকে অস্থিতিশীলও করে, ফলে ‘নিঃসন্তান মাতৃত্বে’র মতো অর্থও নির্মিত হয়।

বইটি বিশিষ্ট নৃবিজ্ঞানী ও কলামিস্ট রেহনুমা আহমেদ সম্পাদিত প্রবল ও প্রন্তিক সিরিজের তৃতীয় সংখ্যার বইগুলোর অন্যতম। আর বইটি প্রকাশ করেছে পাবলিক নৃবিজ্ঞান। পাওয়া যাচ্ছে পাঠক সমাবেশ ও চিরকুটের (লিটলম্যাগ প্রাঙ্গণ) স্টলে।

হাফিজুর রহমান/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।