বইমেলায় কবি আজিম হিয়ার ‘নিরন্ন আললা’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে কবি আজিম হিয়ার কবিতার নতুন বই ‘নিরন্ন আললা’। বইটির প্রচ্ছদ করেছেন নাওয়াজ মারজান। বইটি প্রকাশ করেছে উপকথা প্রকাশনী। মেলার প্রথম দিন থেকে বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে উপকথা প্রকাশনীর ১৭৭ নম্বর স্টলে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা মাত্র।

‘নিরন্ন আললা’ আজিম হিয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ। ২০১৬ সালে চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশিত হয় তার প্রথম কবিতার বই ‘অন্ধ আতরের ঘ্রাণ’। যৌথভাবে সম্পাদনা করেছেন ছোট কাগজ ‘পলিমাটি’। এছাড়াও শিল্পসাহিত্য বিষয়ক সাময়িকী ‘দেশ প্রসঙ্গ’ এর কয়েকটি সংখ্যায় সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কবি আজিম হিয়ার জন্ম ১৯৮৪ সালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুনিহাটী গ্রামে। বর্তমানে তিনি বাংলাদেশ বেতার, সদরদপ্তর, ঢাকায় কর্মরত।

মেলায় প্রকাশিত অজস্র বইয়ের মাঝে কবি আজিম হিয়ার ‘নিরন্ন আললা’ বইটি পাঠকেরা পছন্দের তালিকায় রাখতেই পারেন।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।