বইমেলার তৃতীয় দিনে এলো ৯৬ নতুন বই

অমর একুশে বইমেলার তৃতীয় দিনে নতুন বই প্রকাশ হয়েছে ৯৬টি। এর আগে গতকাল দ্বিতীয় দিনে বইমেলায় প্রকাশ হয় ২১টি বই। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ১১৭টিতে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বাংলা একাডেমির তথ্যকেন্দ্র থেকে জানানো হয় এই তথ্য।
তথ্যকেন্দ্রের কর্মকর্তারা জানান, প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠানের ফলে নতুন বই প্রকাশ হয়নি। গতকাল, দ্বিতীয় দিনে ২১টি নতুন বই আসে মেলায়। আজ ছুটির দিনে নতুন বই এসেছে ৯৬টি।
আরও পড়ুন: অনির্বাচিত সরকার এলে সংবিধান অশুদ্ধ হবে: প্রধানমন্ত্রী
তারা আরও জানান, মেলার সময় যত বাড়বে, নতুন বই প্রকাশের সংখ্যাও তত বাড়বে।
এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঐতিহ্যবাহী এ বইমেলার উদ্বোধন করেন। বিকেল ৩টায় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন তিনি। তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠা কন্যা শেখ রেহানা।
আরএসএম/এমএইচআর/জিকেএস