একেক শিশুর পছন্দ একেক ধরনের বই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৩

চলছে অমর একুশে বইমেলা। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি করা হয়েছে অস্থায়ী শিশু চত্বর। এর পাশেই শিশুদের জন্য রয়েছে বেশ কয়েকটি স্টল ও প্যাভিলিয়ন। যেখানে রয়েছে শিশুদের জন্য বিভিন্ন ধরনের বই।

শিশুদের মধ্যে কেউ আঁকতে পছন্দ করে, কেউবা আবার বিজ্ঞানের বই পড়তে, কেউ গল্পের বই, কেউ আবার ইংরেজি বই পড়তে পছন্দ করে। মেলায় আসা শিশুরা বাবা-মা ও পরিবারের সঙ্গে এসে কিনছে পছন্দ অনুযায়ী নানা ধরনের বই। শুক্র ও শনিবার ছুটির দিনে শিশুদের জন্য আয়োজন থাকে তাদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুর। তাই এ দুই দিন বইমেলায় থাকে শিশুদের বাড়তি ভিড়। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে গিয়ে এমনটাই দেখা গেছে।

অমর একুশে বইমেলায় প্রতি বছরই বড়দের পাশাপাশি ছোটদের জন্য নতুন নতুন বই প্রকাশ পায়। এ বছরও শিশু সাহিত্যের এখন পর্যন্ত ১৮টি বই প্রকাশ পেয়েছে মেলায়। প্রতিদিনই শিশুদের স্টলগুলোতে শিশুদের বই কেনার ভিড় দেখা যায়। শুক্রবার ও শনিবার ছুটির দিনে সিসিমপুর উপভোগ করতে আসে কয়েকশ শিশু। মেলার শিশু চত্বরে এসময় আনন্দে মেতে ওঠে শিশুরা। পাশে দাঁড়িয়ে সেই আনন্দ উপভোগ করেছেন অভিভাবকরাও। এরপরই পছন্দের বই কিনে দেন অভিভাবকরা।

বাবার সঙ্গে আসা শিশু মাজহারুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমার গল্প ও বিজ্ঞানের বই পছন্দ। ভালো বই পছন্দ হলে কিনবো।

শিশু মাইশা জানান, বিভিন্ন ধরনের প্রাণীর বই কিনেছি। অনেক সুন্দর সুন্দর ছবি আছে বইয়ে।

jagonews24

বই কিনে দিতে পেরে খুশি অভিভাবকরাও। আজিমপুর থেকে মেয়েকে নিয়ে আসা নাজনিন নাহার জাগো নিউজকে বলেন, গত সপ্তাহে ছুটির দিনে আসতে পারিনি। আজ মেয়েকে নিয়ে আসলাম সিসিমপুর দেখাতে এবং তার পছন্দ মতো বই কিনে দিতে। দুটা বই কিনেছি। মেয়েও মেলায় এসে খুশি। তাই নিজেরও ভালো লাগছে।

কিশোর ভুবন স্টলের শফিউল আলম আদর জাগো নিউজকে বলেন, বাচ্চারা বিভিন্ন ধরনের বই পছন্দ করছে। কারো গল্পের বই, কারো ইংরেজি বা বিজ্ঞানের বই। ছোটরা আবার ছবির বইগুলো বেশি পছন্দ করছে।

সুপ্ত পাবলিকেশনের মো. আজাদ মিয়া জাগো নিউজকে বলেন, অন্যান্য দিন মোটামুটি বিক্রি হলেও শুক্রবার ও শনিবার শিশুদের বইগুলো বেশি বিক্রি হয়। বই দেখে যেটা পছন্দ হয় অনেকে সেটাই নেয়।

আরএসএম/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।