বইমেলায় পুলিশ ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছেন পাঠক-দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অমর একুশে বইমেলায় বাড়ছে পাঠক ও দর্শনার্থীদের সংখ্যা। সাপ্তাহিক ছুটির দিনে থাকে উপচেপড়া ভিড়। এদিকে মেলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির চালিয়ে যাচ্ছে পুলিশ ব্লাড ব্যাংকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ আয়োজনে এ পর্যন্ত তিনশ ব্যাগের বেশি রক্ত সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান পুলিশ ব্লাড ব্যাংকে কথা বলে এ তথ্য জানা গেছে।

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মেলা শুরুর চারদিন পর থেকেই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চালু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মেলায় ঘুরতে আসা পাঠক ও দর্শনার্থীরা স্বেচ্ছায় এসে ব্লাড দিচ্ছেন পুলিশ ব্লাড ব্যাংকে। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে রক্ত সংগ্রহের পরিমাণ বেশি থাকে।

আরও পড়ুন >> বইমেলায় আজ নতুন বই এসেছে ২৭৬টি

মো. আবদুস সোবাহান নামে এক দর্শনার্থী বলেন, বেশ কয়েকদিন ধরে রক্ত দেওয়ার জন্য চেষ্টা করছি। কারও লাগলে দেবো এই চিন্তা ছিল। মেলায় এসে দেখলাম রক্ত দেওয়ার ব্যবস্থা রয়েছে। সময় কম লাগবে ও মেলায় এসে রক্ত দিয়েছি- এমন ভালো স্মৃতি থাকবে, তাই রক্ত দান করলাম।

পুরান ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা মো. রিয়াদ জাগো নিউজকে বলেন, আমার ওজন আগে কম ছিল। এখন রক্ত দেওয়ার মতো ওজন হয়েছে। বই মেলায় এসে ব্লাড দিতে পেরে ভালো লাগছে।

আরও পড়ুন >> ছুটির দিনে বইমেলায় উপচেপড়া ভিড়

রাজধানীর ইসলামবাগ থেকে আসা সাথী আক্তার জাগো নিউজকে বলেন, আমার আগে থেকে ব্লাড দেওয়ার ইচ্ছা ছিল। সুযোগ পাচ্ছিলাম না। আজ এখানে এসে সুযোগ পেয়েছি, তাই ব্লাড দিয়ে দিলাম। ব্লাড দিয়ে ভালো লাগছে।

পুলিশ ব্লাড ব্যাংকের ইনচার্জ (এসআই) একেএম সিদ্দিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রতি বছরই মেলায় আমরা রক্ত সংগ্রহের কাজ করে থাকি। এবার মানুষের বেশ সাড়া পাচ্ছি। সুন্দর আবহাওয়ার কারণে রক্ত সংগ্রহ বেশি মনে হচ্ছে। এখন পর্যন্ত তিনশ ব্যাগের বেশি রক্ত সংগ্রহ করা হয়েছে। আমরা এই রক্তাদাতাদের পরেও ফোন দেই কারও রক্তের প্রয়োজন হলে।

তিনি বলেন, ব্লাড সংগ্রহে প্রতিদিন ছয় থেকে সাতজন পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেন পুলিশ ব্লাড ব্যাংকে। ছুটির দিনে বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত আর সাধারণ দিনে দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ব্লাড সংগ্রহ করা হয়।

আরএসএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।