মেলায় ড. সুলতান মাহমুদ ভূইয়ার ‘শিক্ষা পরিভাষা কোষ’
প্রাণের মেলা অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ড. সুলতান মাহমুদ ভূইয়ার ‘শিক্ষা পরিভাষা কোষ’। বইটিতে শিক্ষা বিষয়ক ৪২৫০টি পরিভাষার ব্যাখা পাওয়া যাবে। দীর্ঘ ১২ বছর এ বইটি নিয়ে কাজ করেছেন লেখক।
বইটি সম্পর্কে ড. সুলতান মাহমুদ ভূইয়া বলেন, এখানে শিক্ষা বিষয়ক বিভিন্ন ভাষার টার্ম সুন্দরভাবে বাংলায় লেখা রয়েছে। আমি মনে করি শিক্ষক এবং শিক্ষার্থীদের বইটি অনেক কাজে লাগবে।
বইটি প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। বইটির গায়ের মূল্য ৫৮০ টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে মেলায় পাওয়া যাচ্ছে। মেলা শেষে রাজধানীর বিভিন্ন স্থানে জ্ঞানকোষ প্রকাশনীর দোকানে পাওয়া যাবে বইটি।
উল্লেখ্য, ড. সুলতান মাহমুদ ভূইয়া বর্তমানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর আগে পাকিস্তানের আগা খান ইউনিভার্সিটিতে পাঁচ বছর শিক্ষক হিসেবে এবং আগা খান এডুকেশন সার্ভিসেস এ প্রশিক্ষক হিসেবে ১২ বছর কর্মরত ছিলেন তিনি।
এআরএস/এমএস