বইমেলায় কাজী জাকির হোসেনের দু’টি কবিতার বই


প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কাজী জাকির হোসেনের দু’টি কবিতার বই। বই দু’টি হচ্ছে ‘স্রষ্টা ও শয়তান’ এবং ‘কাটুক আঁধার’। ৪৪টি কবিতায় সাজানো হয়েছে ‘স্রষ্টা ও শয়তান’ বইটি। প্রকাশ করেছে পাঠসূত্র। অন্যদিকে, ৩৬টি কবিতায় সাজানো হয়েছে ‘কাটুক আঁধার’ গ্রন্থটি। প্রকাশ করেছে উদ্যোগ প্রকাশন।

মেলার ২৫তম দিনে অমর একুশে বইমেলার নজরুল মঞ্চে এর মোড়ক উম্মোচন করেন অধ্যাপক ড. সফিউদ্দিন আহমেদ। অমর একুশে বইমেলার চিরকুট, সংবেদ ও পাঠসূত্র প্রকাশনীতে পাওয়া যাচ্ছে এ কাব্যগ্রন্থটি।

এবারের বইমেলায় প্রকাশিত দুটি বই ছাড়াও তার আরো দুটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো ‘রবীন্দ্রনাথ ও চিত্তরঞ্জন দাশ’ এবং ‘জাগো বাহে, কোনঠে সবাই’।

কাজী জাকির হোসেন জন্ম পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়ায়। বাল্যশিক্ষা নিজ বাড়ির কাচারি ঘরে ওস্তাদ মোন্তাজ কারি মিয়াসাবের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করেছেন তিনি। পিএইচডি করছেন ‘বাংলা উপন্যাসে ক্ষুদ্র নৃগোষ্ঠীর (আদিবাসী জাতিসত্তা) জীবন চিত্র’ বিষয়ে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।