ভাষা আন্দোলন বাঙালি জাতিকে অধিকার আদায় শিখিয়েছে: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ভাষা আন্দোলন পুরো বাঙালি জাতিকে ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের সংগ্রামে এগিয়ে যেতে শিখিয়েছে। সেজন্য বাঙালি জাতির হৃদয়ের মাস ফেব্রুয়ারি।’

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলার বাংলা একাডেমি অংশে সমবায় অধিদপ্তর এবং পল্লি উন্নয়ন একাডেমির স্টল উদ্বোধন অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষা রক্ষার জন্য শহীদদের সেই আত্মত্যাগই পরবর্তী সময়ে পথ দেখিয়েছে। সেজন্য এই ফেব্রুয়ারি মাসকে আমরা ভাষার মাস হিসেবেও বিবেচনা করি। ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে যে বইমেলা হয় সেখানে অসংখ্য জ্ঞানীগুণী পুস্তিকা প্রণয়ন করেন। এসব বই থেকে সবার জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এটা বাঙালি জাতির ঐতিহ্যও।’

তিনি বলেন, ‘আমাদের সামনের লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশ। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন সে পথে যেতে বইমেলার গুরুত্ব অপরিসীম। তাই সমবায় অধিদপ্তরসহ বিভিন্ন পল্লি উন্নয়ন একাডেমি তাদের গবেষণালব্ধ বই পাঠকদের জন্য নিয়ে এসেছে। আশা করি, এখানে আগত পাঠকরা এসব বই পড়ে আগামী দিনের লক্ষ্যমাত্রা সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন।’

বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অদম্য যাত্রা, সেটি সম্পর্কেও পাঠকরা জানতে পারবেন বলেও মন্তব্য করেন তাজুল ইসলাম।

এনএস/কেএসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।