যে কারণে আমিরের সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন রণদীপ হুদা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২৫

বলিউডের নন্দিত অভিনেতা রণদীপ হুদা। বেছে বেছে চ্যালেঞ্জিং সব চরিত্রে নিজেকে যুক্ত করেন তিনি। তার অভিনয় দর্শকের মন ভরিয়েছে বহুবার। ঝুলিতে আছে তার বেশ কিছু প্রশংসিত সিনেমা। সে তালিকায় থাকতে পারত ২০০৬ সালের প্রশংসিত চলচ্চিত্র ‘রং দে বাসন্তী’ও।

পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রথমে রণদীপ হুদাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় কাস্ট করার কথা ভাবছিলেন। কিন্তু সেই সময় রণদীপ ছবিটি ছেড়ে দিয়েছিলেন। কারণ তিনি রাম গোপাল ভার্মার একটি প্রজেক্টে কাজ করতে চাইছিলেন। তবে এখানেই শেষ নয়। তিনি নিজেই জানিয়েছেন, আমির খানের সঙ্গে ছোট্ট চরিত্রে কাজ করতে তার ইগোতে লাগছিল।

সম্প্রতি শুভঙ্কর মিশ্রর সাথে এক কথোপকথনে রণদীপ হুদা স্বীকার করেছেন, তিনি ‘রং দে বাসন্তী’ ছবিতে অভিনয় করেননি মূলত অহংকারের কারণে। তিনি বলেন, ‘আমার স্বভাবজাত অহংকার বেরিয়ে পড়েছিল। আমি পোস্টারে আমির খানের পেছনে দাঁড়াতে চাইনি।’

হুদা জানিয়েছেন, তিনি ভগৎ সিংয়ের চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। এই চরিত্রে পরে অভিনয় করেন সিদ্ধার্থ। পরিচালক রাকেশ মেহরা বারবার তাকে উৎসাহিত করছিলেন ছবিতে অভিনয় করার জন্য।

হঠাৎ করে এসময় রাম গোপাল ভার্মা তাকে একটি সিনেমায় কাজের প্রস্তাব দেন। তখনই রণদীপ হুদা তার সিদ্ধান্ত স্থির করেন তিনি ‘রং দে বাসন্তী’ ছবিতে অভিনয় করবেন না। আমিরের সঙ্গে একটি সিনেমার পার্শ্বচরিত্রে না গিয়ে রাম গোপাল ভার্মার ছবিতে বড় চরিত্রে মনযোগ দেন।

রণদীপ স্বীকার করেছেন, সে সময় অহংকারই তাকে বাধ্য করেছিল এমন বড় সুযোগ ছেড়ে দিতে। এমনকি তিনি ‘রক অন!!’ ছবিটিও একই কারণে প্রত্যাখ্যান করেছিলেন।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।