দাপট দেখাচ্ছে অক্ষয়ের ‘হাউজফুল ৫’, ৩ দিনে কত আয় করেছে সিনেমাটি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:২৫ এএম, ১০ জুন ২০২৫
‘হাউজফুল ৫’ সিনেমার একটি দৃশ্য

বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ বিশ্বজুড়ে ভালো কাটছে। বক্স অফিসে রীতিমতো দাপট দেখিয়েছে সিনেমাটি। ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, মুক্তির ৩ দিনে সিনেমাটি বিশ্বব্যাপী ১৪২ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে। এটি নির্মাণ করেছেন তরুণ মনসুখানি।

‘স্যাকনিল্ক’ আরও জানিয়েছে, ৩ দিনে ‘হাউজফুল ৫’ ভারতে ৮৭ কোটি ৫০ লাখ রুপি নেট এবং ১০৪ কোটি ৪০ লাখ রুপি আয় করেছে। বিদেশ থেকে ৩৮ কোটি টাকা ছাড়াও ৩ দিনে মোট ১৪২ কোটি ৪০ লাখ রুপি সংগ্রহ করেছে সিনেমাটি। সিনেমার টিমের দেওয়া তথ্য অনুযায়ী, ‘হাউজফুল ৫’ এখন পর্যন্ত ভারতে ৯১.৮৩ কোটি রুপি নেট সংগ্রহ করেছে।

অর্থাৎ সানি দেওল অভিনীত ‘জাট’র মোট আয়কে পেছনে ফেলেছে সিনেমাটি, যা আয় করেছে ১১৮.৩৬ কোটি রুপি। সিনেমাটি অক্ষয়ের আগের ‘কেসরি চ্যাপ্টার ২’ সিনেমাকেও পেছনে ফেলে দেবে বলেই মনে করা হচ্ছে। এ সিনেমা ১৪৪.৬২ কোটি রুপি আয় করেছিল।

সপ্তাহের দিনগুলোতে সিনেমাটি কেমন পারফর্ম করে তার উপর নির্ভর করে এটি শিগগির অক্ষয়ের ১৪৯ কোটি রুপি ‘স্কাই ফোর্স’র আয়কেও হার মানাবে বলে মনে করা হচ্ছে। এরপরে ‘হাউজফুল ৫’র সামনে থাকবে মাত্র দুটি সিনেমা। তা হলো সালমান খানে ‘সিকান্দার’ যার সংগ্রহ ১৮৪.৬ কোটি রুপি এবং অজয় দেবগনের ‘রেইড ২’, যার সংগ্রহ ২৩৩.৭ কোটি রুপি।

‘হাউজফুল ৫’ সিনেমাটি ক্রুজ জাহাজে একজন ধনী শিল্পপতিকে হত্যার জন্য জলি নামে তিনজন লোকের সন্দেহভাজন হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। যে প্রেক্ষাগৃহে এটি দেখা হয়েছিল তার উপর নির্ভর করে দুটি ভিন্ন হত্যাকারীর সাথে চলচ্চিত্রটির দুটি ভিন্ন সমাপ্তি রয়েছে। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, চাঙ্কি পান্ডে, নিকিতিন ধীর এবং জনি লিভার, নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, রীতেশ দেশমুখ, সৌন্দর্য শর্মা প্রমুখ।

এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।