সুপারহিট সিনেমার বিরুদ্ধে চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০০ এএম, ১৮ জুন ২০২৫

দক্ষিণ ভারতের সিনেমার সুপারস্টার মোহনলাল অভিনীত মালয়ালাম চলচ্চিত্র ‘থুদারুম’। মুক্তির পর ছবিটি বক্স অফিসে সাড়া ফেলেছে। বছর শুরুর দিকে মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলার সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসাও পেয়েছে।

এখন পর্যন্ত সিনেমাটি ২০০ কোটিরও বেশি ব্যবসা করতে পেরেছে। সুপারহিট এই সিনেমাটির বিরুদ্ধে এবার চিত্রনাট্য চুরির অভিযোগ উঠল।

পরিচালক সানাল কুমার শশিধরন সামাজিক মাধ্যমে এক দীর্ঘ পোস্টে ‘থুদারুম’-এর নির্মাতাদের বিরুদ্ধে চুরি করার অভিযোগ এনেছেন। তিনি দাবি করেন, এই ছবির সম্পূর্ণ কাঠামো নেয়া হয়েছে ২০২০ সালে তার লেখা সিনেমা ‘থিয়াট্টাম’ থেকে। তবে সিনেমাটি লিখলেও সেটা তিনি বানাতে পারেননি। তার ধারণা, ছবিটি বানানোর জন্য যে প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন সেখান থেকেই এটি কেউ চুরি করেছে।

সানালের ভাষায়, ‘আমি ‘থুদারুম’ দেখেছি। এটা আমার স্ক্রিপ্ট ‘থিয়াট্টাম’-এর প্লট চুরি করে বানানো। তবে এর মূল মর্মবস্তু নির্মাতারা ধরতেই পারেনি। হয় তারা বোঝেনি, না হয় ইচ্ছা করে সেটাকে বাদ দিয়েছে যাতে মূলটাকে চিনতে না পারা যায়।’

শুধু প্লট নয়, সানাল অভিযোগ এনেছেন তার লেখা একটি গুরুত্বপূর্ণ সংলাপও হুবহু ব্যবহৃত হয়েছে এই ছবিতে। তার ভাষায়, ‘আমার স্ক্রিপ্টের একটি গুরুত্বপূর্ণ সংলাপ ‘কোন্নাল পাপম থিন্নাল থীরুম’ ছবিতে রাখা হয়েছে। অথচ সেটা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। এমনকি দক্ষ চোরও কখনো কখনো নিজেকে ধরে ফেলে এটা সেই রকম একটা ভুল।’

পরিচালক আরও জানান, তার ‘থিয়াট্টাম’ ছবির জন্য একসময় সেঞ্চুরি ফিল্মসের সঙ্গে চুক্তিও হয়েছিল। ছবিটি পরবর্তীতে স্থগিত হয়ে যায় এবং সময়ের ব্যবধানে স্ক্রিপ্টটিও সকলের মন থেকে মুছে যেতে থাকে।

সেই ছবি নির্মিত হলে অভিনয় করতেন টোভিনো থমাস, মঞ্জু ওয়ারিয়র, মুরালি গোপি ও সুধীর কারামানা।

অন্যদিকে, ‘থুদারুম’-এ মোহনলালের পাশাপাশি অভিনয় করেছেন শোভনা, প্রকাশ ভার্মা, জি. সুরেশ কুমার, বিনু পাপ্পু, সৃজিত রবি এবং থমাস ম্যাথুসহ আরও অনেকে। এটি ছিল মোহনলাল ও শোভনার ১৫ বছর পর একসঙ্গে পর্দায় ফিরে আসার আয়োজনও।

সানালের এসব অভিযোগ নিয়ে ‘থুদারাম’ ছবির কেউই এখনো মুখ খুলেননি।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।