তারেকের ‘আমজনতা’র দলে যোগ দিলেন হিরো আলম

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ সম্মেলনে তারেক রহমান ও হিরো আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার রাজনৈতিক দলে যোগদান দিয়েছেন। সদ্য নিবন্ধন পাওয়া মো. তারেক রহমানের ‘আমজনতা’র দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন হিরো আলম।

রোববার (২৮ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘হিরো আলম ভাই আমজনতার দলে যোগ দেয়ার উদ্দেশ্যে সদস্য ফর্ম পূরণ করেছেন। আমাদের দলের সদস্য স্মারকটি হিরো আলম ভাইয়ের হাতে তুলে দিয়েছি। সভা করে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা ফুল দিয়ে হিরো আলম ভাইকে আমাদের দলে গ্রহণ করে নিয়েছি।’

আরও পড়ুন:
তারেকের ‘আমজনতার দলে’ যোগ দিতে যাচ্ছেন হিরো আলম 
দেবের সেই আইকনিক হুডিতে কেন মেতেছেন বাংলাদেশি শিল্পীরা 

তিনি আরও বলেন, ‘হিরো আলম ভাইকে সদস্য করার জন্য আমরা মিটিংয়ে বসেছিলাম। আমার দলের কিছু সহযোদ্ধা বলেছিল হিরো আলমকে দলে নেওয়া যাবে না। এর পরে ভোটাভোটি করেই তাকে দলের সদস্য করা হয়েছে।’

এমওএস/এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।