‘পুষ্পা’র হিট গান তুরস্কে নকল, মামলার হুমকি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:০৪ পিএম, ৩০ জুন ২০২৫

আল্লু অর্জুন অভিনীত সুপারহিট চলচ্চিত্র ‘পুষ্পা: দ্য রাইজ’। এ ছবির আইটেম গান ‘উ অঁতা ভাগা’ শুধু ভারতের নয় বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। গানটির নাচ ও সুরের জন্য অনেক প্রশংসাও কুড়িয়েছে। তবে এবার গানটি ঘিরে এক বিস্ময়কর অভিযোগ তুলেছেন এর সুরকার দেবী শ্রী প্রসাদ (ডিএসপি)।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ডিএসপি দাবি করেছেন, গানটি হুবহু নকল করা হয়েছে তুরস্কে। তুর্কি পপ গায়িকা আতিয়ে নিজের একটি গানে এই সুর ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন তিনি। আতিয়ের ওই গানের নাম ‘আনলায়ানা’। গানটি ২০২৪ সালে প্রকাশিত হয়েছিল।

ডিএসপি বলেন, ‘আপনারা সবাই ‘উ অঁতা ভাগা’ গানটি খুব উপভোগ করেছেন। কিন্তু এখন এই গান তুর্কিতে কপি করা হয়েছে। আতিয়ে নামের এক গায়িকার গান আমাদের গানের সঙ্গে এতটাই মিল যে একে সোজাসাপ্টা নকল বলা যায়।’

সুরকারের ভাষায়, এই ঘটনা যেমন তেলেগু সিনেমার আন্তর্জাতিক প্রভাবকে তুলে ধরে তেমনি এটি সৃষ্টিশীলতা লঙ্ঘনের উদাহরণও বটে। এ কারণে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।

ডিএসপি বলেন, ‘আমি ভাবছি, ওদের বিরুদ্ধে কেস করব কি না। কী করা যায়, সেটা বিবেচনা করছি। তবে একইসাথে গর্বও হচ্ছে, যে আমাদের তেলেগু গান আজ আন্তর্জাতিকভাবে কপি হচ্ছে।’

গায়িকা আতিয়ে তুরস্কের একজন জনপ্রিয় পপ শিল্পী। তিনি তুর্কি এবং ইংরেজি ভাষায় একাধিক গান প্রকাশ করেছেন। তবে ‘আনলায়ানা’ গানটির সুর নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়েছে। অনেকে গানটিকে ‘উ অঁতা ভাগা’-র সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। অনেকেই এটিকে ‘ব্লাইন্ড কপি’ বলেও অভিহিত করেছেন।

‘উ অঁতা ভাগা’ গানটি প্রথম প্রকাশিত হয় ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায়। এ গানে সামান্থা রুথ প্রভুকে এক ভিন্ন রূপে দেখা যায়। তার পারফরম্যান্স, গানের সুর ও কথায় রাতারাতি গানটি হিট হয়ে যায়।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।