রক্তাক্ত সালমান খান, দিলেন নতুন ঘোষণা

সালমান খানের কাঁধে কাঁটাতার জড়ানো হাতিয়ার। কপাল ফেটে অঝোরে রক্ত বের হচ্ছে। সীমান্তে বিধ্বস্ত ভাইজান। গতকাল (৪ জুন) সন্ধ্যায় বিরাট ঘোষণা দিলেন বলিউডের এ সুপারস্টার। আগেই জানা গেছে, গালওয়ান ভ্যালির ভারত-চীন সংঘাতের প্রেক্ষাপট নিয়ে নতুন সিনেমা প্রেক্ষাগৃহে আসছে।
এবার সেই সিনেমারই টিজার পোস্টার শেয়ার করে চমক দিলেন সালমান। পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা, দীর্ঘদিন বাদে ‘দাবাং’ রূপে বলিউড সুপারস্টারকে দেখে ভীষণ উচ্ছ্বসিত দর্শক-অনুরাগীরাও।
সিনেমার নাম ‘ব্যাটল অফ গালওয়ান’। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চীন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমাটি নির্মাণ করেছেন। সেই নির্মাতাই এবার দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। যেখানে মূল ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
জর্ডি প্যাটেল অপূর্বর সঙ্গে সালমানের পরিচয় করিয়ে দিয়েছিলেন। তারপরই বলিউড সুপারস্টারের সঙ্গে সিনেমার চিত্রনাট্য নিয়ে বিস্তর আলোচনা হয় নির্মাতার। অপূর্ব কিছুদিন আগেই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাসের স্বত্ব কিনেছেন। এ সিনেমার চিত্রনাট্য শুনেই নাকি সালমানের বেশ মনে ধরেছিল। শুধু তাই নয়, সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে হবে জেনে ভাইজান বেশ উচ্ছ্বসিতও হয়েছিলেন। এবার ‘বিগ ফ্রাইডে’ চমক দিয়ে সেই সিনেমার ঘোষণা করলেন সালমান খান।
বলিউড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে সিনেমার শুটিং শুরু হবে। আর ‘ব্যাটল অফ গালওয়ান’র ঝলক দেখেই ভক্তদের ভবিষ্যদ্বাণী, এই সিনেমা ৫০০ কোটি রুপির ব্যবসা করবে, তা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।
চলতি বছরে মুক্তি পেয়েছে সালমান খানের ‘সিকান্দার’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সিনেমাটি। এটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এবার কি তবে পর্দায় দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা? তার নতুন সিনেমার ঝলক দেখে তেমনটাই মনে করছেন কেউ কেউ।
View this post on Instagram
২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চীনের সেনারা। দুপক্ষের সৈন্যরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। সেরকম লুকেই টিজার পোস্টারে জওয়ান রূপে ধরা দিলেন সালমান খান। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারান।
ভারত ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনায় বসে দুই দেশের সেনাবাহিনী। নির্মাতা অপূর্ব লাখিয়া সালমান খানকে নিয়ে পর্দায় সেই কাহিনিই তুলে ধরতে যাচ্ছেন।
এমএমএফ/এএসএম