মমতাকে নিয়ে বিরূপ স্ট্যাটাস, কঙ্গনার বিরুদ্ধে থানায় অভিযোগ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৭ মে ২০২১

আবারও আইনি ঝামেলায় পড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় ‘কুরুচিকর’ ও ‘বিভ্রান্তিমূলক’ তথ্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে সেখানকার উল্টোডাঙা থানায়।

তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত নামের এক ব্যক্তির দায়ের করা অভিযোগ গ্রহণ করে উল্টোডাঙা থানার ওসি কান্তিময় বিশ্বাস বলেছেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।’

বরাবরই লাগামছাড়া মন্তব্য করে বিতর্কের শীর্ষে থাকেন বলিউডের এই অভিনেত্রী।

ভারতের ওই রাজ্যে ভোট পরবর্তী সহিংসতার ছবি তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানান, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নিতে।

ভোটের ফল প্রকাশের পরদিন, ৩ মে কঙ্গনার বিরুদ্ধে একই অভিযোগে কলকাতা পুলিশে ইমেইল করে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী সুমিত চৌধুরী। এবার উল্টোডাঙা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন শাসকদলের মুখপাত্র ঋজু দত্ত।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।