তরুণীর ঠোঁটে চুম্বন বিতর্কে যা বললেন উদিত নারায়ণ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। সম্প্রতি তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে গাইতে গাইতে তিনি এক অনুরাগীর ঠোঁটে চুম্বন দেন। এই ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন গায়ক।

ভিডিওতে দেখা যাচ্ছে, উদিত নারায়ণ তার জনপ্রিয় গান ‘টিপ টিপ বরসা পানি’ গাইছিলেন। এমন সময় এক তরুণী তার কাছে এসে সেলফি তোলার আবদার জানান। উদিত প্রথমে হাঁটু মুড়ে বসে সেলফি তোলেন। তারপর ওই তরুণীকে গালে চুমু দেন।

এরপর মঞ্চে অন্য এক তরুণীকে কাছে আসতে বলার পর, তিনি ওই তরুণীর ঠোঁটে চুম্বন দেন।

ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই উদিত নারায়ণকে তীব্র সমালোচনা করেন। তবে এ বিষয়ে মুখ খুললেন গায়ক নিজেই। তিনি বলেন, ‌‘আমি নিপাট ভদ্রলোক। আমাদের পরিবারের কেউ কখনও বিতর্কে জড়াননি। আমার ছেলেও শান্ত স্বভাবের, কখনও ঝামেলায় থাকে না। আমি যখন মঞ্চে গান গাই, অনুরাগীরা আমাকে এত ভালোবাসে যে তাদের খুশি করাটা আমার দায়িত্ব। কেউ যদি আমাকে ভালোবাসা দেখায়, আমি সেটা ফিরিয়ে দিতে পারি না।’

তিনি আরও বলেন, ‘অনুরাগীরা আমাদের দেখে পাগলের মতো আচরণ করেন। আমি যখন মঞ্চে গাই, তখন অনেকে ছবি তুলতে চায়, কেউ কেউ হাত ধরতে চায়। এ সব বিষয়ে বেশি মাথা ঘামানো উচিত নয়। আমি সবার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করার চেষ্টা করি।’

এছাড়াও উদিত নারায়ণ দাবি করেন যে এ ধরনের ঘটনা নিয়মিত হয়। তার ঘটনাটি নিয়ে এত বিতর্ক হচ্ছে দেখে তিনি অবাক হয়েছেন। তার ভাষ্য, ‘যেহেতু আমাকে ভালোবাসা দেওয়া হয়, আমি সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। তবে অবশ্যই কোনও ভুল উদ্দেশ্যে নয়।’

এরপর আরও একটি ঘটনা তুলে ধরেন উদিত, যেখানে এক তরুণী মঞ্চে এসে তাঁর গালে চুমু দেন। সে সময় তিনি তার ঠোঁটও তরুণীর ঠোঁটে রাখেন।

এ নিয়ে এখনও অনেকের মন্তব্য চলছে, তবে উদিত তার প্রতিক্রিয়া জানিয়েছেন, ‘আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে পরিস্থিতি সামলানোর চেষ্টা করি। তেমন বিতর্কিত কিছু ঘটলে আমি তা ঠিকভাবে নিয়ন্ত্রণ করি।’

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।