যে কারণে পিছিয়ে গেল ‘বার্বি গার্ল’ তারকার নতুন সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ এএম, ১২ মার্চ ২০২৫

‘বার্বি গার্ল’ ছবি দিয়ে দুনিয়া মাতিয়েছেন অভিনেত্রী মারগট রবি। তার অভিনয় মন কেড়েছে সব শ্রেণির দর্শকের। এবার তিনি আসতে চলেছেন নতুন সিনেমা নিয়ে। রোমান্টিক ফ্যান্টাসি এ সিনেমার নাম ‘এ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’।

ছবিটি মুক্তির কথা ছিল ৯ মে। তবে সেটি বদলে যাচ্ছে। ছবিটি মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। সনি পিকচার্স এই পরিবর্তনের খবর নিশ্চিত করেছে।

ছবিটির একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি সেপ্টেম্বরে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ ওই মাসে বেশিরভাগ সিনেমা হরর ও অ্যাকশন আমেজের। এসব থেকে আলাদা মেজাজের গল্পে নির্মিত ‘এ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ ছবিটি সহজেই আলোচনায় আসবে। বক্স অফিসেও একক সাফল্যে এগিয়ে যেতে পারে।

এই সিনেমায় মারগট রবি ছাড়াও কলিন ফ্যারেল অভিনয় করেছেন। আরও দেখা যাবে লিলি রাব, জোডি টার্নার-স্মিথ, ফিওবি ওয়ালার-ব্রিজ এবং হেমিশ লিংকলেটর মতো তারকাদের।

সিনেমাটি দুজন অপরিচিত মানুষের একটি অসাধারণ আবেগী ভ্রমণকে কেন্দ্র করে নির্মিত।

‘পাচিনকো’ এবং ‘আফটার ইয়াং’ এর মতো কাজের জন্য পরিচিত পরিচালক কোগোনাডা এ সিনেমাটি পরিচালনা করেছেন। এর স্ক্রিপ্ট লিখেছেন ‘দ্য মেনু’র লেখক সেথ রেইস।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।