অবশেষে অস্কারে স্বীকৃতি পাচ্ছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৮ জুন ২০২৫

অবশেষে অস্কারের মর্যাদাপূর্ণ স্বীকৃতি পাচ্ছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ। ২০২৫ সালের গভর্নরস অ্যাওয়ার্ডসে তাকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

অ্যাকাডেমির বোর্ড অফ গভর্নরসের ভোটে এবার তার সঙ্গে সম্মানজনক অ্যাকাডেমি অনারারি অ্যাওয়ার্ড পাচ্ছেন ডেবি অ্যালেন, উইন থমাস। এছাড়া জিন হারশোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড পাচ্ছেন বিশ্ববন্দিত সংগীতশিল্পী ও মানবতাবাদী ডলি পার্টন।

চলচ্চিত্রে এক যুগান্তকারী ক্যারিয়ার গড়া টম ক্রুজ ‘বর্ন অন দ্য ফোর্থ জুলাই’, ‘জেরি ম্যাগুইরে’ এবং ‘ম্যাগনোলিয়া’ ছবিগুলোতে অভিনয়ের জন্য তিনবার অস্কার মনোনয়ন পেয়েছেন। ‘টপ গান : ম্যাভেরিক’ ছবিতে প্রযোজক হিসেবেও মনোনয়ন পেয়েছেন। তবে কখনো বিজয়ীর মঞ্চে ওঠা হয়নি তার। এবার অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে।

১৬ নভেম্বর লস অ্যাঞ্জেলেসের রেই ডলবি বলরুমে আয়োজিত ১৬তম গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই সুপারস্টারকে সম্মাননা প্রদান করা হবে।

অ্যাকাডেমির প্রেসিডেন্ট জ্যানেট ইয়াং সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই বছরের গভর্নরস অ্যাওয়ার্ডসে আমরা উদযাপন করবো চারজন কিংবদন্তির সঙ্গে। তারা চলচ্চিত্র শিল্পে তাদের অসাধারণ কর্মজীবনের মাধ্যমে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছেন।’

দীর্ঘ ক্যারিয়ারে টম ক্রুজ অসংখ্য হিট-সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘রিস্কি বিজনেস’, ‘অ্য ফিউ গুড মেন’, ‘ইন্টারভিউ উইথ দ্য ভ্যাম্পায়ার’, ‘আইস ওয়াইড শাট’, ‘ভ্যানিলিয়া স্কাই’ এবং ‘মিশন ইম্পসিবল’ সিরিজ।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।