বক্স অফিস কাঁপানো জন উইক আর ফিরবে না

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১০ মার্চ ২০২৫

হলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস। তার অভিনীত সুপারহিট একটি সিক্যুয়েল চরিত্র জন উইক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, জন উইক চরিত্রটি আর ফিরবে না। ‌‘জন উইক: চ্যাপ্টার ৪’ ছবিতে জন উইকের মৃত্যুর মধ্য দিয়ে এর গল্প শেষ হয়েছে।

চারটি সিনেমায় কুকুরপ্রেমী খুনির চরিত্রটি ফুটিয়ে তোলা রিভস সম্প্রতি ‘এক্সট্রা’ শোতে বলেন, ভক্তদের আর এ আইকনিক চরিত্রটির পুনর্জন্ম আশা করা উচিত নয়।

‘চরিত্রটি মৃত। সে ‘জন উইক: চ্যাপ্টার ৪’ ছবির গল্পে মারা গেছে’, যোগ করেন রিভস। তিনি আরও বলেন, ‘আমি জানি, হলিউডে এমন অনেক কিছু হতে পারে যা হওয়ার কথা নয়। তবে আপাতত এ সিনেমা নিয়ে কোন পরিকল্পনা নেই।’

তবে রিভস একটি সম্ভাবনার কথাও বলেছেন। আসন্ন ব্যালেরিনা স্পিন-অফে দেখা যাবে জন উইককে। রিভস নিশ্চিত করেছেন তথ্যটি। তার ভাষ্য, ‘এটা ব্যালেরিনা নামে একটি সিনেমা যা জন উইককে একটি সংক্ষিপ্ত উপস্থিতির জন্য ফিরিয়ে আনবে।’

অর্থা ভক্তরা ব্যালেরিনায় জন উইককে দেখতে পাবেন। তবে ‘জন উইক ৫’ নিয়ে যে জল্পনা কল্পনা তার অবসান ঘটালেন রিভস।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।