গোসলখানায় অনুশীলন করতেন হৃতিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ২০ মার্চ ২০২৫

হৃতিক রোশনকে আদর করে বলা হয় বলিউডের ‘গ্রিক গড’। তার অভিনয়, নাচ ও ব্যক্তিত্বের অনুরাগী পুরো ভারতীয় উপমহাদেশ। চাঁদের যেমন কলঙ্ক আছে, তেমনি হৃতিকেরও আছে দুর্বলতা। দুর্বলতা কাটাতে ঘণ্টার পর ঘণ্টা গোসলখানায় অনুশীলন করতে হয়েছে অভিনেতাকে।

সমস্যাটি শৈশব থেকেই। কথা জড়িয়ে যেত হৃতিকের। যাকে বলে ‘তোতলামো’ সমস্যায় ভুগতেন হৃতিক। অনেক চেষ্টা ও অনুশীলনের পর তা কাটিয়ে উঠেছেন তিনি। কিন্তু সমস্যাটি কেমন ভুগিয়েছে হৃতিককে, সেই গল্প পরে বলেছিলেন হৃতিকের বাবা পরিচালক-প্রযোজক রাকেশ রোশন।

এক সাক্ষাৎকারে রাকেশ বলেছেন, ‘হৃতিককে দেখে আমার খুব কষ্ট হতো। পড়াশোনায় খুব ভালো ছিল সে। বরাবরই ভীষণ ভদ্র আর খুব বুদ্ধিমান ছেলে। কিন্তু এই তোতলামোর সমস্যার কারণে ঘর থেকে বের হতো না সে।’ দুবাইয়ের একটি গল্প বলতে গিয়ে রাকেশ বলেন, ‘হৃতিক একবার দুবাইয়ে গিয়েছিল। সেখানে এক অনুষ্ঠানে হলভর্তি দর্শকের সামনে ওকে বলতে হতো – ‘ধন্যবাদ, দুবাই।’ কিন্তু এই দুটো শব্দ বলতে ওর খুব সমস্যা হচ্ছিল। বারবার চেষ্টা করছিল সে। প্রায় দুই ঘণ্টা বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার আউড়ে যাচ্ছিল ওই শব্দ দুটো, যাতে দর্শকের সামনে জড়িয়ে না যায়।’

রাকেশ বলেন, ‘তোতলামোর সমস্যা কাটিয়ে উঠতে প্রতিদিন সকালে উঠে হৃতিক এক ঘণ্টা জোরে জোরে সংবাদপত্র পড়তো। ইংরেজি, হিন্দি, উর্দু ভাষার সংবাদপত্র। এভাবে খুব খাটাখাটনির পর সমস্যাটি কাটিয়ে উঠেছিল সে। গত ১২-১৪ বছর হৃতিক আর এই সমস্যার সম্মুখীন হয়নি।’

প্রসঙ্গত, ২০০০ সালে রাকেশ রোশনের পরিচালনায় রোম্যান্টিক-থ্রিলার ‘কাহো না প্যায়ার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে দেখা গিয়েছিল আমিশা প্যাটেলকে। এই ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন আমিশা। হৃতিক-আমিশার পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল অনুপম খের, সতীশ শাহ, দলীপ তাহিল, আশিষ বিদ্যার্থী, ফরিদা জালাল-এর মতো অভিনেতা, অভিনেত্রীদের।

আরএমডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।