‘নজরুল পুরস্কার-২০২৫’ পাচ্ছেন শবনম মুশতারী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৫ এএম, ২৪ মে ২০২৫
শবনম মুশতারী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী বাংলা একাডেমি প্রদত্ত ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় অসামান্য অবদান রাখার জন্য প্রতি বছর এ পুরস্কার প্রদান করে আসছে। এ বছর নজরুল সংগীতচর্চার মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য শিল্পী শবনম মুশতারীকে বাংলা একাডেমি এ পুরস্কার প্রদান করছে। বিষয়টি জাগো নিউজকে জানিয়েছেন বাংলা একাডেমির সহপরিচালক ি(জনসংযোগ উপবিভাগ) মো. রফিকুল ইসলাম ।

আগামীকাল (২৫ মে) বিকেল ৪টায় জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে শিল্পী শবনম মুশতারীর হাতে ‘নজরুল পুরস্কার ২০২৫’ তুলে দেওয়া হবে। এ বছর নজরুল গবেষণার জন্য অনন্য অবদান রাখার জন্য নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হককেও এ পুরস্কার প্রদান করা হবে।

শিল্পী শবনম মুশতারী স্মৃতিবিভ্রমসহ নানা অসুখে ভুগছেন। তিনি বাকশক্তিহীন, চলাচলও করতে পারেন না। কাউকে চিনতেও কষ্ট হয়। কিছুই মনে রাখতে পারেন না।

শবনম মুশতারীর জন্ম নওগাঁয়। তার বাবা নজরুল একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা মহাসচিব কবি তালিম হোসেন। মা মাফরুহা চৌধুরী ছিলেন দৈনিক বাংলা পত্রিকার মহিলাবিষয়ক পাতার সম্পাদক, কথাসাহিত্যিক। তার ছোট দুই বোন ইয়াসমিন মুশতারী ও পারভীন মুশতারীও নজরুল সংগীতশিল্পী।

বিবাহিত জীবনে শবনম মুশতারীর এক ছেলে, এক মেয়ে রয়েছে। ছেলে পাইলট ও মেয়ে বিয়ে করে সংসারী। শবনম মুশতারীর দুই ভাই শাহরিয়ার চৌধুরী ডেটা অ্যানালিস্ট ও হাসনাইন চৌধুরী বিমানের ক্যাপ্টেন।

ষাটের দশকে সংগীতজীবন শুরু করেন শবনম মুশতারী। আধুনিক ও নজরুলসংগীতে তার ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘বেস্ট অব শবনম মুশতারী’, ‘প্রিয় কবির প্রিয় গান’, ‘প্রিয় এমন রাত’ প্রভৃতি।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।