শ্বশুরবাড়িতে দাফন হলো সাংকো পাঞ্জার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ৩০ মে ২০২৫

রূপগঞ্জে শ্বশুরবাড়ির পারিবারিক করবস্থানে দাফন হয়েছে অভিনেতা সাংকো পাঞ্জার। গতকাল (২৯ মে) বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বেশ কবছর ধরে তিনি ক্যান্‌সারে ভুগছিলেন সাংকো পাঞ্জা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান জাগো নিউজকে জানান, সাংকো পাঞ্জাকে সকাল ১০টায় শ্বশুরবাড়ির পারিবারিক করবস্থানে দাফন করা হয়। এর আগে স্থানীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সনি বলেন, ‘অনেক শিল্পী সেখানে যেতে চেয়েছিলেন। কিন্তু বৃষ্টির কারণে যেতে পারেননি। তবে সাংকো পাঞ্জা ভাইয়ের স্ত্রী এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হচ্ছে শিল্পী সমিতির। সমিতি সব সময় তাদের পাশে থাকবে।’

শ্বশুরবাড়িতে দাফন হলো সাংকো পাঞ্জার

সাংকো পাঞ্জার প্রকৃত নাম মাহবুবুল ইসলাম সিদ্দিকী। ১৯৬৬ সালের ২৭ এপ্রিল তিনি চাঁদপুরের মতলব উপজেলার মোহনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ ছবির মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সাংকো।

সাংকো পাঞ্জা দুই মেয়ে রয়েছে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য ছিলেন। ‘প্রেম কয়েদি’, ‘মনের জ্বালা’, ‘দুর্ধষ’, ‘ধর মাস্তান’সহ অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই খল অভিনেতা।

এমআই/আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।