শাকিবের ‘লিচুর বাগানে’ কতজন দেখেছেন জানালেন নির্মাতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৩ জুন ২০২৫
‘লিচুর বাগানে’ গানের দৃশ্যে শাকিব খান। ছবি: ইউটিউবের ভিডিও থেকে নেওয়া

 

ঈদুল আজহায় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর আগেই সিনেমাটির ‘লিচুর বাগানে’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়েছে। গতকাল (২ জুন) রাতে প্রকাশের পরপরই গানটি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। আজ (৩ জুন) সকালে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি জানালেন ৮ ঘণ্টায় ৩০ লাখ দর্শক দেখেছেন।

‘লিচুর বাগানে’ গানে ঠোঁট মিলিয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। চরকি ও এসভিএফের ইউটিউব চ্যানেলে আইটেম গানটি দর্শকরা দেখতে পাচ্ছেন। প্রীতম ও জেফারের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন আলেয়া বেগম ও মঙ্গল মিয়া। গানের সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান।

আজ সকালে এক ফেসবুক পোস্টে রাফি লিখেছেন, ‘বাহ! মাত্র ৮ ঘণ্টায় ৩ মিলিয়ন, তুফানের গতিতে এগিয়ে যাচ্ছে লিচুর বাগানে।’

গানের কথা লিখেছেন ছত্তার পাগলা, প্রীতম হাসান, মেহেদী আনসারি ও ইনামুল তাহসিন। মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন।

এর আগে সিনেমাটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আবদুল্লাহ। ‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।‘তাণ্ডব’ সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে শাকিব খান ছাড়াও জয়া আহসান, সাবিলা নূর প্রমুখ অভিনয় করেছেন।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।