সতর্কতার পরও রক্ষা পেল না শাকিবের ‘তাণ্ডব’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৪ জুন ২০২৫
তাণ্ডব সিনেমার একটি দৃশ্যে শাকিব খান

শাকিব খান মানেই যেন প্রেক্ষাগৃহে দর্শকের ঢল। এবারের ঈদেও ব্যতিক্রম নয় চিত্রটা। তার ঈদের ছবি ‘তাণ্ডব’ হলে ঝড় তুলেছে। তারকাসমৃদ্ধ কাস্টিং, গ্ল্যামার ও গল্প মিলিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যেই দেশের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শোগুলো হচ্ছে হাউসফুল।

তবে এই সাফল্যের মাঝেই দেখা দিয়েছে উদ্বেগ। জানা গেছে, পাইরেসির শিকার হয়েছে ‘তাণ্ডব’।

প্রথমে সিনেমার ছোট ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই সূত্র ধরেই ধারণা করা হচ্ছিল, হয়তো বড় কোনো বিপদ অপেক্ষা করছে। অবশেষে সেটাই হলো সত্যি। সম্পূর্ণ সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে গেছে। এটি সিনেমার ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এখন পর্যন্ত এই পাইরেসির বিষয়ে প্রযোজক বা সংশ্লিষ্টরা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও প্রযোজক শাহরিয়ার শাকিল আগেই এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছিলেন। ৮ জুন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাইরেসি রোধে আমরা কোনো ছাড় দেব না। কেউ যদি হলে বসে ভিডিও করে তা ছড়ায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্লিপ ছড়ালে সংশ্লিষ্ট আইডি বা পেজ ব্লক করে দেওয়া হবে। আমাদের প্রফেশনাল টিম এসব নজরদারি করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা যেসব সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি দিয়েছি সেগুলো মনিটর করছি। পাইরেসি প্রমাণিত হলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকেও দায় নিতে হবে।’

তবে আশঙ্কার জায়গা হচ্ছে, ‘তাণ্ডব’-এর আগেও শাকিব খানের আরেকটি ঈদের ছবি ‘বরবাদ’-ও একইভাবে পাইরেসির শিকার হয়। সেই ঘটনায় চার কোটি টাকার ক্ষতির দাবি করেছিলেন প্রযোজক শাহরিন আক্তার।

পাইরেসির এই ঘটনার ফলে শাকিব খানও হতাশা প্রকাশ করেন। তার ভাষ্য, ‘এই ধরনের ঘটনা সিনেমার প্রতি দর্শকের আগ্রহ ও নির্মাতাদের সাহস কমিয়ে দেয়। প্রযোজককে হতাশ করে।’

‘তাণ্ডব’ ছবিতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর। আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েতসহ এক ঝাঁক জনপ্রিয় মুখ। ছবিটির প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড, সহপ্রযোজনায় চরকি, সহযোগিতায় দীপ্ত টিভি।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।