সবার শীর্ষে বিটিএসের দুই তারকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২১ জুন ২০২৫

বিটিএসের দুই তারকা জিমিন ও জংকুক। চলতি বছরের জুন মাসে সবচেয়ে জনপ্রিয় পুরুষ কে-পপ আইডলের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তারা। কে-পপ জগতে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই দুই তারকা সম্প্রতি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছেন। এরমধ্যে কোনো নতুন গান প্রকাশ না করেও তারা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন।

কোরিয়ান বিজনেস রিসার্চ ইনস্টিটিউটের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মে মাসের ২১ তারিখ থেকে জুন মাসের ২১ তারিখ পর্যন্ত সময়কালে ৭৫৫ জন সক্রিয় পুরুষ আইডলের জনপ্রিয়তা, গণমাধ্যমে উপস্থিতি, অনলাইন যোগাযোগ এবং ভক্তদের মধ্যে প্রভাব বিবেচনায় এনে এই র‍্যাংকিং তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

এই তালিকায় প্রথম হয়েছেন জিমিন। তিনি পেয়েছেন ৬৩ লাখেরও বেশি পয়েন্ট। দ্বিতীয় স্থানে আছেন জংকুক, তার প্রাপ্ত পয়েন্ট ৫১ লাখের বেশি। তৃতীয় স্থানে রয়েছেন বিগব্যাং সদস্য জি-ড্রাগন।

জিমিন ও জংকুক সম্প্রতি বিটিএস সদস্য জে-হোপের ‘হোপ অন দ্য স্টেজ ফাইনাল’ কনসার্টে অংশ নেন। সেখানে দীর্ঘদিন পর একসঙ্গে দেখা যায় পুরো বিটিএস দলকে। জিমিনের সর্বশেষ অ্যালবাম ‘মিউজ’ প্রকাশ পেয়েছিল ২০২৪ সালের জুলাইয়ে এবং জংকুকের অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ পায় ২০২৩ সালের নভেম্বর মাসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তবে এই পুরোনো গান দিয়েই এখনো বিশ্বব্যাপী শ্রোতাদের মনে রাজত্ব করছেন তারা। নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে এমনকি তাদেরকেও পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছেন এই দুই ‘মাকনে’ সদস্য।

এই তালিকায় আরও রয়েছেন বিটিএস সদস্য জিন ও ভি, যারা যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন। চতুর্থ স্থানে আছেন অ্যাস্ট্রোর চা ইউন উ এবং পঞ্চম স্থানে আছেন পার্ক জি হুন, যিনি ‘উইক হিরো ক্লাস ২’ দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন।

তালিকায় আরও জায়গা করে নিয়েছেন কাং ড্যানিয়েল, কিউহিউন ও ওয়নবিনের মতো তারকারা। ৩০ জনের পূর্ণ তালিকায় দেখা যায় একঝাঁক বিখ্যাত ও উদীয়মান তারকা, যারা কে-পপ জগতে ভিন্ন ভিন্ন ঘরানায় কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এই তালিকা আবারও প্রমাণ করে, বিটিএসের সদস্যরা শুধু গানে নয়, জনপ্রিয়তায়ও এখনো শীর্ষে রয়েছেন। বিশেষ করে জিমিন ও জংকুকের মধ্যে রয়েছে এক ধরনের ভিন্নমাত্রার গ্রহণযোগ্যতা, যা তাদেরকে করেছে নতুন যুগের কে-পপ আইকন।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।