‘মিশন: ইম্পসিবল’ ছবির অভিনেতার মৃত্যু, হলিউডে শোক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২১ জুলাই ২০২৫

হলিউড হারাল আরেক অভিজ্ঞ অভিনেতাকে। জনপ্রিয় অ্যাকশন সিরিজ ‘মিশন: ইম্পসিবল’-এর অভিনেতা টম ট্রুপ আর নেই। ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। গত ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান শিল্পী।

অভিনেতার প্রতিনিধি হারলান বোল তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

টম ট্রুপ ছিলেন ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় এক নাম। শুধু ‘মিশন: ইম্পসিবল’ই নয়, ‘স্টার ট্রেক’, ‘ফ্রেসিয়ার’, ‘চিয়ার্স’ এবং ‘দ্য ওয়াইল্ড ওয়াইল্ড ওয়েস্ট’-এর মতো বহু জনপ্রিয় প্রজেক্টে তার অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে।

১৯২৮ সালের ১৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির কানসাস সিটিতে জন্ম নেন ট্রুপ। অভিনয় শুরু করেন স্থানীয় থিয়েটার দিয়ে। ১৯৪০-এর দশকে চলে যান নিউইয়র্ক সিটিতে এবং খ্যাতনামা হার্বার্ট বার্গোফ স্টুডিওতে উটা হ্যাগেনের তত্ত্বাবধানে অভিনয়ের শিক্ষালাভ করেন।

১৯৫৭ সালে ব্রডওয়েতে ‘দ্য ডায়েরি অফ অ্যান ফ্র্যাঙ্ক’ দিয়ে তার মঞ্চ অভিষেক ঘটে। পরের বছরই তিনি পাড়ি জমান লস অ্যাঞ্জেলেসে, যেখানে শুরু হয় তার হলিউড যাত্রা। এরপর থেকে টেলিভিশন, সিনেমা ও থিয়েটারে সমান দক্ষতায় কাজ করেছেন তিনি।

দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে টম ট্রুপ কাজ করেছেন ‘সিএইচআইপিএস’, ‘ক্যাগনি অ্যান্ড লেসি’, ‘ইআর’, ‘নটস ল্যান্ডিং’, ‘মার্ডার, শি রাইট’-এর মতো বিখ্যাত টিভি সিরিজে। তার সাবলীল অভিনয় ও অনবদ্য উপস্থিতি সব সময়ই প্রশংসিত হয়েছে।

টম ট্রুপের ব্যক্তিগত জীবনে বড় অংশজুড়ে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী ক্যারোল কুক। তারা একসঙ্গে বহু মঞ্চ ও পর্দার প্রজেক্টে অভিনয় করেছেন। যার মধ্যে রয়েছে ‘দ্য লায়ন ইন উইন্টার’, ‘ফাদার্স ডে’ এবং ‘দ্য জিন গেম’। ২০২৩ সালে ক্যারোল কুক মৃত্যুবরণ করেন।

টম ট্রুপ ছিলেন এমন এক শিল্পী, যিনি তার প্রজন্মকে ছাপিয়ে পরবর্তী প্রজন্মের কাছেও থেকে গেছেন চরিত্রাভিনেতা হিসেবে অনন্য হয়ে। তার মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তাকে স্মরণ করা হবে একজন নিবেদিতপ্রাণ অভিনেতা ও শিল্পপ্রেমিক হিসেবে যিনি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ে সম্পৃক্ত ছিলেন।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।