স্টার সিনেপ্লেক্সর কার্যক্রমও বন্ধ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২২ জুলাই ২০২৫

মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ নিহতদের স্মরণে আজ সারাদেশের সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও সেই ঘোষণা দিয়েছে। ২২ জুলাই (মঙ্গলবার), দেশের শীর্ষস্থানীয় মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠানটি তাদের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘আমরা শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।’

স্টার সিনেপ্লেক্সর কার্যক্রমও বন্ধ

তারা আরও জানান, ‘আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। জাতীয় শোক পালনের অংশ হিসেবে, আজ সকল সিনেমা প্রদর্শনীসহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।’

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামীকাল ২৩ জুলাই (বুধবার) থেকে তাদের সব শাখায় কার্যক্রম পূর্বের সময়সূচি অনুযায়ী চালু হবে।

মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় সারাদেশজুড়ে চলছে শোক ও বিষাদের ছায়া। স্টার সিনেপ্লেক্সের এই সংবেদনশীল পদক্ষেপে অনেকেই প্রশংসা জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।