নতুন বছরে নতুন লুকে ঐশ্বরিয়া


প্রকাশিত: ০৩:২৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৪

নতুন বছরে নতুন লুক। প্রাক্তন বিশ্বসুন্দরী যে বেশ গুছিয়েই কামব্যাকটা করছেন সে তো টের পাওয়া যাচ্ছে। কিন্তু প্রস্তুতি ঠিক কতটা তার আন্দাজ পাওয়া গেল সম্প্রতি। একটি আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ঐশ্বরিয়া। একটি অ্যাড শুটের জন্য সম্পূর্ণ নতুন হেয়ার স্টাইলে ক্যামেরায় পোজ দিলেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে অ্যাশের পরনে লালা পোশাক ও চুলে লাল ব্যান্ড৷চোখে স্মোকি মেকআপ। ঠোঁটে গাঢ় লাল ছোঁয়া। এই নতুন হেয়ার স্টাইলে শত্তুরের মুখে ছাই দিয়ে ৪১ বছর বয়সী অভিনেত্রীর বয়স এক ধাক্কায় অনেকটা কমে গেছে।

সম্প্রতি সঞ্জয় গুপ্তার ‘জজবা’ ছবিতে ফিরছেন তিনি। মুখ্য চরিত্রে বচ্চন বহুরানি ছাড়াও রয়েছেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খের ও আরও অনেকে৷এছাড়াও একই সময়ে আরও কয়েকটি ছবিতে কাজ করছেন ঐশ্বর্য রাই বচ্চন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।