জন্মদিনে অনুরাগীদের চমকে দিলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৬
ফাহমিদা নবী। ছবি: সংগৃহীত

আজ (৪ জানুয়ারি) দেশের নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। বিশেষ এই দিনে প্রতি বছরই ভক্ত-শ্রোতার অগণিত শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। এবারও ফাহমিদা নবী অনুরাগীদের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে চান। তবে নিজের জন্মদিন ঘটা করে উদযাপন করার ইচ্ছা আপাতত নেই, বরং সবার কাছে সুস্থতা ও শুভকামনার প্রার্থনা করেছেন। তিনি চান, শ্রোতাদের জন্য ভালো কিছু গান উপহার দিতে পারেন।

জন্মদিনের এই শুভ মুহূর্তে ফাহমিদা নবী ভক্তদের প্রতিদান হিসেবে তিনটি নতুন গানের ঘোষণা দিয়ে চমকে দিয়েছেন। এরই মধ্যেই তিনি কণ্ঠ দিয়েছেন নতুন গানে- ‘ইচ্ছে করে’, ‘দুঃখের দলিল’ ও ‘আসলো না বৃষ্টি’। এই গানগুলোর সুর করেছেন শিল্পী ও সুরকার শামস সুমন, সংগীতায়োজন করেছেন আরাফাত বসনিয়া, আর গীতিকবি গোলাম মোর্শেদ এর লেখা গানগুলোতে থাকছে বৈচিত্র্যময় গীতিকথা।

আরও পড়ুন:
চলচ্চিত্র নির্মাতা আবদুল লতিফ বাচ্চু আর নেই 
ওটিটিতে না থাকার কারণ জানালেন শামীম 

ফাহমিদা নবী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তিনি গীতিকবি গোলাম মোর্শেদের সঙ্গে কাজ করছেন। তার লেখনী শ্রোতাদের মনে সহজে ছাপ ফেলে, তাই নতুন এই তিনটি গানেও সেই বৈচিত্র্য ফুটে উঠেছে। শামস সুমনের সুরায়োজন ও আরাফাত বসনিয়ার সংগীতায়োজন একসঙ্গে মিলিত হয়ে গানগুলোকে সময়োপযোগী ও মুগ্ধকর করেছে।

জন্মদিনে অনুরাগীদের চমকে দিলেন ফাহমিদা নবীফাহমিদা নবী। ছবি: সংগৃহীত

ফাহমিদা নবী বলেন, ‘শুরুর প্রথম গায়কির সময়েও মনে হয়নি এটি আমাদের প্রথম কাজ। শুমনের সুরে নব্বই দশকের শ্রুতিমধুর গানগুলোর ছাপ রয়েছে, যা আমাকে মুগ্ধ করেছে। নতুন তিনটি গান নিয়ে আমি খুবই আশাবাদী।’ শিগগিরই এই তিনটি গান ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।