সালমান-জ্যাকলিনের কিক ছবিতে ১৫৪ ভুল (ভিডিও)
সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ-এর সবশেষ চলচ্চিত্র ‘কিক’। ব্যবসা সফল ‘কিক’ শুধু ভারতেই আয় করেছে ২৩১ কোটি ৮৫ লাখ রুপি।
সম্প্রতি ‘কিক’-এ মোট ১৫৪টি ভুল ধরা হয়েছে। এসব ভুল নিয়ে ইউটিউবে সাড়ে ১০ মিনিটেরও বেশি ব্যপ্তির একটি ভিডিও ছেড়েছে বলিউড সিনস।
২০১৪ সালের ২৫ জুলাই ‘কিক’ মুক্তি দিয়েছিল ইউটিভি মোশন পিকচার্স।