হাজার কণ্ঠে হলো বর্ষবরণ (দেখুন ছবিতে)


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৪ এপ্রিল ২০১৫

সুন্দর হোক আগামী, দেশ হোক মঙ্গলময়- এই প্রত্যয়ে চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে উদযাপন হলো হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২২।

পহেলা বৈশাখ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশবরেণ্য সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো শিল্পীর অংশগ্রহণে শুরু হয় এই উৎসব। চলে বেলা ১টা পর্যন্ত। সেতারের সুরের মুর্চ্ছনায় সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে সূচনা হয় এই অনুষ্ঠানের। এরপর রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে হাজারো শিল্পী গেয়ে ওঠেন ‘ওঠো ওঠোরে..... এরপর ‘এসো হে বৈশাখ এসো এসো....’।


অনুষ্ঠানজুড়ে একের পর এক গান ও নাচ পরিবেশন করেন নির্বাচিত শিল্পীরা। একক সঙ্গীত পরিবেশন করেন আকরামুল ইসলাম, আবিদা সুলতানা, লিলি ইসলাম, মনির খান, কোনাল প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো সঙ্গীত পরিবেশন করেন আইয়ূব বাচ্চু ও এলআরবি। সানসিল্ক ফ্যাশন শো’তে অংশ নেন এক ঝাঁক নতুন তারকা।


এই উৎসবকে কেন্দ্র করে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে বসেছিলো বাহারি পণ্যের সম্ভার নিয়ে সুসজ্জিত ষ্টল। স্টলে ছিলো বাঙালির হাজার বছরের বিভিন্ন ঐতিহ্যের উপাদান পিঠা-পুলি, মাটির তৈরি তৈজস, বেত, কাঁথা, পিতল, পাট-পাটজাত দ্রব্যের জিনিসপত্রসহ রকমারি ও ঐতিহ্যসমৃদ্ধ নানা পণ্য।


এই উৎসবে সামিল হন বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্টজন এবং সাধারণ নাগরিক। স্ব-পরিবারে এসে তারা মূখরিত করে তোলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণের এই উৎসবকে।


এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, রাজনীতিবীদ জাহাঙ্গীর কবীর নানক, দীলিপ বড়ুয়া, মেয়র প্রার্থী আনিসুল হক, সাঈদ খোকন, তাবিথ আওয়াল প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে  স্বাগত বক্তব্যে শাইখ সিরাজ বলেন, বাঙালীর ঐতিহ্য কৃষ্টিকালচার বিশ্বব্যাপি বাংলা ভাষাভাষীর কাছে ব্যাপকভাবে তুলে ধরার জন্যই চ্যানেল আই ও সুরের ধারার এ আয়োজন।

অনুষ্ঠানের শেষের দিকে ইমপ্রেস টেলিফিল্মের পাক্ষিক পত্রিকা আনন্দ আলো’র ১১তম জন্মদিন কেক কেটে পালন করা হয়।


উৎসব শুরু হয় ১৩ এপ্রিল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বর্ষবিদায় অনুষ্ঠানে পঞ্চকবির গানের মধ্য দিয়ে। রাতব্যাপি চলে বাউল উৎসব। অংশ নেন বাউল শফি মন্ডল, বাউল ডলার, সফিউল আলম রাজা, মেহেদী, রাফসান, বিশ্বজিত রায়, ফকীর শাহাবুদ্দিন প্রমুখ।


সানসিল্ক নিবেদিত এই উৎসবে উৎসব দুটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই, চ্যানেল ৭১, পশ্চিম বঙ্গের রূপসী বাংলা টেলিভিশন ও রেডিও ভূমি এফএম ৯২.৮। উপস্থাপনা করেছেন ফারজানা ব্রাউনিয়া ও অপু মাহফুজ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।