অনেকদিন পর বিজ্ঞাপনে রোমানা স্বর্ণা
অনেকদিন পর বিজ্ঞাপনচিত্রের কাজ করলেন অভিনেত্রী রোমানা স্বর্ণা। এই বিজ্ঞাপনটির নাম দেশ বিদেশ প্রপার্টি লিমিটেড। নির্মাণ করেছেন রাশিদ পলাশ। বিজ্ঞাপনটি নিয়ে রোমানা স্বর্ণা বলেন, অনেকদিন পর বিজ্ঞাপনে মডেল হয়েছি। কাজটি করে আমার কাছে ভালো লেগেছে। বিজ্ঞাপনের গল্প বাড়ির বউকে ঘিরে। নগর জীবনের বিড়ম্বনাও তুলে ধরা হয়েছে।
নির্মাতা রাশিদ পলাশ জানালেন, রোমানা স্বর্ণা ছাড়াও এই বিজ্ঞাপনে আরও অভিনয় করেছেন রাসেল হক, আনোয়ারুল ইসলাম, সুর্বনা সাইদ, সাদ্দাম, জুয়েল। শিগগির এটি বিভিন্ন চ্যানেলে প্রচারে আসবে।
নাটকের পরিচিত মুখ রোমানা স্বর্ণা। বর্তমানে তিনি একাধিক ঈদ নাটকে কাজ করছেন। এছাড়া অভিনয় করেছেন চলচ্চিত্রেও। এর আগে ‘পদ্ম পাতার জল’ ও ‘রানআউট’ নামের দুটি ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন। কিছুদিন আগে তিনি কলকাতায় ‘রূপকথার গল্প’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
এনই/এইচএন/এমএস