রমজানে ৬ চ্যানেলে ‘প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক’


প্রকাশিত: ০৮:১৫ এএম, ২৮ মে ২০১৭

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাণ প্রিমিয়াম ঘি আয়োজন করেছে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘স্টার কুক’।

পুরো রমজান মাসজুড়ে স্টার কুক দেশের ছয়টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এ অনুষ্ঠানের সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে থাকছে উইনার হটপট ও প্রাণ গুঁড়া মশলা।

pran

বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসীর পরিচালনায় রোজার মাসে প্রতিদিন বাংলা ভিশনে বিকেল ৩টা ৪৫ মিনিট, চ্যানেল নাইনে বিকেল ৩টায়, দেশ টিভিতে বিকেল ৫টা ২০ মিনিটে, এশিয়ান টিভিতে বিকেল ৫টা ৫ মিনিটে, মোহনা টিভিতে বিকেল ৪টা ৫৫ মিনিটে এবং ইনডিপেন্ডেন্ট টিভিতে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

pran

প্রাণ ডেইরির ক্যাটাগরি ম্যানেজার মাকসুদুর রহমান জানান, অনুষ্ঠানটি ছয়টি চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন। প্রতি পর্বেই একজন করে তারকা থাকছেন, যারা রান্নায় অংশ নিয়ে অনুষ্ঠানটিকে আকর্ষণীয় করে তুলবেন।

pran

শান্তা জাহানের উপস্থাপনায় স্টার কুকে বাঁধন, তানভীন সুইটি, নওশীন, হিল্লোল ও সিদ্দিকুর রহমানসহ জনপ্রিয় সব তারকারা অংশ নেবেন বলেও তিনি জানান।

pran

অনুষ্ঠানটির পরিচালক কেকা ফেরদৌসী জানান, নতুন নতুন রেসিপি দিয়ে এই অনুষ্ঠানটি সাজিয়েছেন তিনি। এর মাধ্যমে গৃহিণীরা ঘরে বসে কীভাবে মুখরোচক বিভিন্ন খাবার তৈরি করতে হয় তা জানতে এবং রান্নার বেশকিছু সহজ ও প্রয়োজনীয় কৌশল শিখতে পারবেন। অনুষ্ঠানটি সবার কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।