বক্স অফিস কাঁপাচ্ছে শচীনের বায়োপিক


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৮ মে ২০১৭

ক্রিকেটের ঈশ্বর বলা হয় শচীন টেন্ডুলকারকে! তিনি ক্যারিয়ারে আগাগোড়াই ছিলেন হার না মানা এক লড়াকু। এবার মাঠের এই ‘লিটল মাস্টার’ উঠে এলেন বলিউডের রুপালি পর্দায়। গেল ২৬ মে মুক্তি পেয়েছে শচীনের বায়োপিক ছবি ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ ছবিটি।

গত মাসের শেষ দিকে মুক্তি পেয়েছিলো তামিল ছবি ‘বাহুবলী ২’; যার দাপটে মাথা কোণঠাসা ছিল বলিউডের অন্যান্য ছবিগুলো। অভিতাভ বচ্চনের ‘সরকার থ্রি’, শ্রদ্ধা-অর্জুন জুটির ‘হাফ গার্লফ্রেন্ড’ এর মতো ছবিও বক্স অফিসে তেমন সাফল্য আনতে পারেনি।

মজার ব্যাপার হচ্ছে, মুক্তির প্রথম দিন থেকে বক্স অফিস কাঁপাচ্ছে শচীনের বায়োপিক! জানা যায়, শুক্রবার মুক্তির প্রথম দিনেই আয় করে নেয় ৮ কোটি রুপি। এছাড়াও তৃতীয় দিনে বক্স অফিসে ছবিটির সংগ্রহ দাঁড়ায় ৩২ কোটি রুপিতে।

‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’ ছবিটির এমন সাফল্য খুশি শচীন ও পরিচালক জেমস এরিকসনসহ অন্যান্য কলাকুশলীরা। মোট ৫টি ভাষায় মুক্তি পায় ছবিটি। দীর্ঘদিন ধরে বলিউড বক্স অফিসে ‘বাহুবলী ২’ এর দাপট কিছুটা কমিয়ে জায়গা করে নিয়েছে শচীনের বায়োপিকটি।

আরএএইচ/এনই/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।