তিশার কিছু আটপৌরে জীবনের গান


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ১৭ জুন ২০১৭

ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছে নাটক ‘কিছু আটপৌরে জীবনের গান’। এই নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আর নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। অন্যান্যের মধ্যে আরও অভিনয় করেছেন নিরব, শতাব্দী ওয়াদুদ, আফফান মিতুল ও মনির হোসেন প্রমুখ।

নাটকের গল্পে, তিশা গ্রাম থেকে চাকরির সন্ধানে ঢাকায় আসেন। ঝড় বৃষ্টির রাতে সে এক বাড়িতে আশ্রয় নেন। বাড়ির সবাই তিশাকে পেয়ে অনেক আদর-যত্ন করতে শুরু করে। তিশা ঠিক বুঝে উঠতে পারে না তাকে এভাবে খাতির করার রহস্য কি! সেই বাড়ির মৃত বউ তিশার মত দেখতে ছিল- এটা সে পরে জানতে পারে। এরপরের গল্পটা অন্যরকম।

নাটকটি প্রসঙ্গে তিশা বলেন, চমৎকার একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি। আমি চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার জন্য। বাকিটা দর্শকরা বিচার করবেন। সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

নির্মাতা মাহামুদ দিদার জানালেন, এরই মধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে এই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। কিছু আটপৌরে জীবনের গান নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে ঈদের ৫ম দিনে।

এনই/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।