ম্যাগির বিজ্ঞাপনে মাধুরী : আইনি নোটিশ


প্রকাশিত: ০৯:১৪ এএম, ২৯ মে ২০১৫

দুই মিনিটে ম্যাগি! এ বিজ্ঞাপন করেই এবার বিপাকে মাধুরী দীক্ষিত! ভুল তথ্য দেওয়ার অভিযোগে মাধুরীকে নোটিশ পাঠিয়েছে ভারতের উত্তরপ্রদেশের খাদ্য দফতর। নোটিশে মাধুরীকে প্রশ্ন করা হয়েছে, কী কারণে ম্যাগির বিজ্ঞাপন করলেন তিনি? কারণ ম্যাগিতে এমন কিছু পদার্থ পাওয়া গেছে যেগুলো ভারতে নিষিদ্ধ।

নোটিশে মাধুরীকে সাধারণ মানুষকে বিপথে চালনা করার অভিযোগও করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে মাধুরীকে জবাব দিতে বলা হয়েছে। এমনটা না করলে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হতে পারে।

সম্প্রতি উত্তরপ্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) রিপোর্ট সামনে আসার পরই ম্যাগি নিয়ে বিতর্ক তৈরি হয়।

এফডিএর দাবি, গত বছর মার্চে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুড্লসের নমুনা পরীক্ষা করেছেন তারা। রিপোর্টে দেখা যায়, ওই সময়ে তৈরি ম্যাগির প্যাকেটে মিলেছে মাত্রাতিরিক্ত সীসা এবং মোনোসোডিয়াম গ্লুটামেট (এমএসজি)।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।