সালমান খানের মামলার নথি পুড়ে গেছে!


প্রকাশিত: ০৩:৩১ এএম, ৩০ মে ২০১৫

বলিউডের প্রভাবশালী তারকা সালমান খানের বিরুদ্ধে দায়ের করা গাড়িচাপা দিয়ে মানুষ হত্যা মামলার নথি আগুনে পুড়ে গেছে । সালমান খান ওই মামলার দোষী সাব্যস্ত হলেও এখন জামিনে আছেন।

সম্প্রতি মনসুর দরবেশ নামের এক সমাজকর্মী ভারতের তথ্য জানার অধিকার আইনবলে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র, আইন ও বিচার বিভাগীয় দফতরে জানতে চেয়েছিলেন, সালমান খানের মামলায় কতজন আইনজীবী, আইন পরামর্শদাতা ও সরকারি আইনজীবী নিয়োগ দেয়া হয়েছিল এবং এ মামলায় সরকারের কত টাকা খরচ করা হয়েছিল? তারই উত্তরে মহারাষ্ট্র সরকার জানায়, ২০১২ সালের ২১ জুন মন্ত্রণালয়ে এক অগ্নিকাণ্ডে ওই মামলার সব ফাইলপুড়ে গেছে। তাই কত টাকা খরচ হয়েছিল তাও জানানো সম্ভব নয়। তবে এ কথা জানানো হয়েছে, এই মামলার বিশেষ সহকারী আইনজীবী প্রদীপ গেরহাতকে প্রতি শুনানিতে ছয় হাজার রুপি করে দেয়া হয়েছিল।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।