মুক্তি পেলো বাঙ্গিস্তানের ট্রেলার (ভিডিও)


প্রকাশিত: ১১:১৪ এএম, ১২ জুন ২০১৫

মুক্তি পেলো দম ফাটানো হাসির সিনেমা `বাঙ্গিস্তানের` অফিসিয়াল ট্রেলার। বলিউডের জনপ্রিয় পরিচালক `কারান আনুষ্মান` এর পরিচালনায় ও `ফারহান আখতারের` প্রযোজনায় ছবিটি ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দুই মিনিট পঁচিশ সেকেন্ডের  ট্রেলারটিতে দেখা যায় বাঙ্গিস্তান নামক একটি দেশ যেখানে প্রতিদিনই বোমা ফাটছে,রয়েছে ভিন্ন ধর্মালম্বীর সন্ত্রাসী সংগঠন এই অপরাধ করে বেড়ায়। সিনেমাটিতে রিতেশ দেশমুখ এবং পুলকিত সম্রাটের অনবদ্য অভিনয় ছবিটিকে আরো হাস্য রসাত্মক করে তুলেছে।

উল্লেখ্য ছবিটিতে আরো অভিনয় করেছেন চন্দন রয় স্যানাল ও জ্যাকলিন ফার্নান্দেজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩১জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।



আরএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।