শিল্প সংস্কৃতির উৎকর্ষ সাধনে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইরান
বাংলাদেশ ও ইরানের সাংস্কৃতিক বন্ধন শক্তিশালী করার লক্ষ্যে শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যের উৎকর্ষ সাধনে দুই দেশ একযোগে কাজ করবে বলে জনিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। শনিবার ইরানের রাষ্ট্রদুত ড. আব্বাস ভায়েজি’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ ও ইরান সাংস্কৃতিতে চুক্তিবদ্ধ হয়। এ চুক্তি দুই দেশের সম্পর্কে বন্ধুত্বের বন্ধন শক্তিশালী করবে। চলতি বছর তেহরানের আন্তর্জাতিক বই মেলায় অংশগ্রহণের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মেলাটি ছিল সুসংঘবদ্ধ ও চমৎকার। মেলা থেকে তিনি অনেক কিছুই শিখেছেন।
এক সরকারি বার্তায় বলা হয়, ইরানের রাষ্ট্রদূত বলেছেন ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ এবং দুই দেশ শিল্প সংস্কৃতির বিভিন্ন দিক থেকে সমন্বয়ের মাধ্যমে উপকৃত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আক্তারি মমতাজ ও অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আরএস/আরআই