বাবা-মায়ের সঙ্গে সালমান-প্রিয়াঙ্কা-ক্যাটরিনারা
ছবি তোলার ক্ষেত্রে বলিউড স্টাররা কোনো ধরনের ছাড় দিতে চান না। যতটা সুন্দর হওয়া যায় ছবি ততই সুন্দর হতে হবে। এর যেন কোনো বিকল্প নেই। আর যখন ছবি তোলা হয় পুরো পরিবারে সাথে তখন তো কথাই নেই। এমনই কয়েকটি ছবি জাগো নিউজের পাঠকের জন্য।

একটি পার্টিতে মেগা স্টার অমিতাভ বচ্চন পুরো পরিবারের সাথে।

শাহরুখ খান ও তার পরিবার।

বোন আলভিরা, মা সালমা, বাবা সেলিম ও আরেক বোন অর্পিতার (ডানে সর্বশেষ) সঙ্গে সালমান খান।

বাবা অশোক চোপড়া ও মা মধু চোপড়ার সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া।

মা জিনাত হুসেইন ও স্ত্রী কিরান রাওয়ের সঙ্গে আমির খান।

রণবীর কাপুর ও তার বাবা-মা

মা সোনি রোজদান ও বাবা মহেশ ভাটের সঙ্গে মেয়ে আলিয়া ভাট।

পরিবারের সদস্যদের সঙ্গে কঙ্গনা।

বাবা-মা-বোনের সঙ্গে দীপিকা।

বোনের সাথে ক্যাটরিনা কাইফ।

বাবা-মায়ের সঙ্গে এশা দেওল।
এনএফ/এমএস