কাকে বিয়ে করলেন অভিনেতা তানভীর?

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

বছর তিনেক আগে বাংলালিংকের একটি বিজ্ঞাপনে ‘মানতে পারলাম না স্যার’ সংলাপ দিয়ে সাড়া ফেলেছিলেন আবু হুরাইরা তানভীর। পরে নাটকে সিনেমাতেও অভিনয় করেছেন। বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারে নতুন পালক যুক্ত হয় তার। বর্তমানে সমান তালে নাটক টেলিছবিতে অভিনয় করে চলেছেন। কয়দিন পরেই আসছে ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরেও বেশি কিছু নাটকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি শেষ করেছেন ‘একটি মিষ্টি প্রেমের গল্প’ নামের একটি নাটকের শুটিং। নাটকটি পরিচালনা করেছেন মুশফিক কল্লোল। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তানভীর। আর তার বিপরীতে অভিনয় করেছেন ফারিন। এই নাটকে বেশ মজার একটি চরিত্রে পাওয়া যাবে তাকে। প্রথম বারের মতো বর সেজেছেন তিনি। বরের বেশে বেশ মানিয়েছে তানভীরকে।

বুধবার দুপুরের আগে এই নাটকটি নিয়ে তানভীর জাগো নিউজকে বলেন, ‘একটা প্রেমেরই গল্প এটি। শুটিং শেষ হয়েছে উত্তরায়। গল্পটি অনেক মজার আর ইমোশনাল। এখানে আমার বিপরীতে ফারিনকে ছাড়াও একটা ম্যানি কুইনের উপস্থিতি আছে।’

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা মুশফিক কল্লোল বলেন, ‘নাটকে সরল সহজ চরিত্রের একটি ছেলে তানভীর। দেখা যাবে সে যে মেয়ের সঙ্গে প্রেম করতে চায় তারই অন্য কোথাও বিয়ে হয়ে যায়। প্রেমের প্রতি একরকম অনাগ্রহ তৈরি হয় তার। শেষে ঘটনা চক্রে আরও একটি মেয়েকে পছন্দ হয় তার। আর প্রেম নয় সরাসরি বিয়ের প্রস্তাব দেয় তাকে। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে ঠিক হয়। এরপর ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। বাকিটা নাটকেই দেখার আমন্ত্রণ জানায় দর্শকদের।’

মুশফিক জানালেন, ভালোবাসা দিবসে রাত ১০টায় দেশ টিভিতে প্রচার হবে প্রাণ আর এফএল প্লাষ্টিক চেয়ার নিবেদিত এই নাটকটি।

অন্যদিকে তারভীর জানালেন, ভালোবাসা দিবসের আরও ৫টি নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে আছে শাহ মোহাম্মদ রাকিবের পরিচালনায় ‘পাত্রি পলাতক’। এখানে তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম। মিজানুর রহমান আরিয়ানের ‘হ্যাপি ভ্যালেন্টাইন ডে’। তার বিপরীতে আছেন তানজিন তিশা। মম’র বিপরীতে আরও একটি নাটককে অভিনয় করেছেন। যে নাটকটির নাম ‘একটি নীল শাড়ির গল্প’।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।