করোনায় মারা গেছেন বিজরী বরকত উল্লাহ'র বাবা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৩ আগস্ট ২০২০

নন্দিত অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ'র বাবা মোহাম্মদ বরকত উল্লাহ আর নেই। তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ। বিজরী ছাড়াও তার আরেক সন্তান কাজরী।

বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক ছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ। বিটিভির সাড়া জাগানো ধারাবাহিক ‘কোথাও কেউ নেই’, ‘ঢাকায় থাকি ও সকাল সন্ধ্যা’ নাটক তিনটি প্রযোজনা করেছিলেন মোহাম্মদ বরকত উল্লাহ।

বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘদিন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।