করোনায় শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৬ মার্চ ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত। সঙ্গে তার স্ত্রীরও কোভিড-১৯ পজিটিভ এসেছে। জাগো নিউজকে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছিলেন গেল ১১ মার্চ বিকেলে।

আজ ১৬ মার্চ জানা গেল, এই চলচ্চিত্র পরিচালকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিচালক সমিতির সদস্য ও কাজী হায়াতের শিষ্য পরিচালক মোস্তাফিজুর রহমান মহারাজ এই তথ্য নিশ্চিত করলেন।

তিনি বলেন, ‘কাজী হায়াৎ করোনা আক্রান্ত হলেও বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শরীরের অবস্থার উন্নতি হচ্ছে না। বরং একটু জটিলতা দিয়েছে। তাই ডাক্তারের পরামর্শ মেনে আজ মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়েছেন।’

বর্তমানে পপুলার হাসপাতালের ধানমণ্ডি শাখার করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন কাজী হায়াৎ। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলেও জানান মহারাজ।

তিনি তার গুরুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে গত ২ মার্চ করোনা প্রতিষেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা গ্রহণের সপ্তাহ খানেকের মাথায় করোনায় আক্রান্ত হন তিনি ও তার স্ত্রী। কাজী হায়াতের শারীরিক অবস্থা জটিল হলেও মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে তার স্ত্রীর অবস্থা।

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।