সাড়া জাগানো তিন শিল্পীর কণ্ঠে শেখ হাসিনার জন্মদিনের গান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশের সাড়া জাগানো তিন শিল্পী; মো. খুরশীদ আলম, রফিকুল আলম ও ফাহমিদা নবীর কণ্ঠে শেখ হাসিনার জন্মদিনের গান রিলিজ হয়েছে। গানটির গীতিকার ও সুরকার বায়েজীদ খুরশীদ রিয়াজ।

এরই মধ্যে গানটি অনলাইনে বেশ সাড়া জাগিয়েছে। ‘শুভ শুভ দিন, শেখ হাসিনার জন্মদিন’ শিরোনামে ওই গানে শেখ হাসিনার রাজনৈতিক সংগ্রামের নানা পটভূমি তুলে ধরা হয়েছে।

২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে নানা আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। এরই মধ্যে শেখ হাসিনার জন্মদিনে স্মারকগ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ক্রোড়পত্র প্রকাশ, সারাদেশে দোয়া মাহফিল ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।

বিশেষ করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয়ভাবে আলোচনা সভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এসইউজে/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।