গানের দেবী চলে গেছেন: সাবিনা ইয়াসমিন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর আর নেই। উপমহাদেশের কিংবদন্তির মৃত্যুতে যেন সুরের রাজ্যে শোক নেমে এসেছে। সীমান্তের গণ্ডি পেরিয়ে লতার চলে যাওয়ার শোকের ঢেউ বাংলাদেশের সংগীতাঙ্গনেও আঁচড়ে পড়েছে।

সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের ছবি পোস্ট করে নেটবাসী লিখে চলেছেন তাদের ভালোবাসার বারতা। প্রিয় শিল্পীর আত্মার শান্তি কামনা করছেন তারা।

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর এখনো মানতে পারছেন না বাংলাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘এতো বড় মনের মানুষ, তাকে নিয়ে যুগ যুগ বললেও শেষ হবে না। লতাজি ছিলেন যেন একটা বটবৃক্ষের মতো। অনেক দূরে আমার থেকে, তবু মনে হতো ছিলেন।

এই যে এখন নেই শুনছি, এটাকে অনেক বড় শূন্যতা মনে হচ্ছে। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি নেই এই পৃথিবীতে।’

‘আমার সৌভাগ্য বলবো তার মতো বড় মাপের শিল্পীর সঙ্গে আমার দেখা হয়েছে। কথা হয়েছে। আমার গানও শোনেন তিনি। সেই স্মৃতি কোনো দিনও ভুলব না, সারাজীবন মনে থাকবে’- যোগ করেন বাংলাদেশি গানের পাখি সাবিনা।

তিনি আরও বলেন, ‘তার গান নিয়ে কিছু বলতে পারব না। এমন একজন সংগীত শিল্পীর গান নিয়ে কিছু বলা যায়? আমিও পারব না। সরস্বতী পূজার দিন চলে গেলেন গানের দেবী।’

আজ রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সী এ সংগীতশিল্পী প্রায় চার সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এমআই/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।