শামীমের কথায় এলো ইমন খানের ‘চিতার আগুন’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪১ পিএম, ২১ মার্চ ২০২২

বিরহী সম্রাট’খ্যাত কণ্ঠশিল্পী ইমন খান। তার নতুন গান ‘চিতার আগুন’ মুক্তি পেয়েছে রোববার। ক্রীড়া সাংবাদিক শামীম হোসেনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। সুর করেছেন শিল্পী নিজেই।

মিলন খানের প্রযোজনায় গানটি ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। ‘চিতার আগুন’ শামীম হোসেনের দ্বিতীয় গান। তার প্রথম গান ‘দুঃখের ফেরিওয়ালা’ গেয়েছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমন খান। তিনি বলেন, ‘শামীম ভাইয়ের লেখা গান গাইলাম। গানের কথাগুলো অসাধারণ। সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটিতে অন্যরকম আবেগ ফুটে উঠেছে। সত্যি বলতে, গাওয়ার পর আমি গানটার প্রেমে পড়েছি। রিয়েল আশিক বরাবরই ভালো মিউজিক করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুরটাও আমি করেছি। আশা করি, সবার ভালো লাগবে। কেউ নিরাশ হবেন না।’

গীতিকার শামীম হোসেন বলেন, ‘এই গানে শ্রোতারা প্রকৃত ইমন খানকে খুঁজে পাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীতে আপনাদের আরও ভালো ভালো গান উপহার দিতে চাই।’

শামীম হোসেন দৈনিক যুগান্তরের ক্রীড়া বিভাগে সাব-এডিটর হিসাবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনাসহ অভিনয়ও করেন। তার লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনি তিনটি নাটক ও বিশটির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।