বন্ধুর জন্য ইমরানের গান (ভিডিও)


প্রকাশিত: ১০:৩০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

অনেক দিনের বন্ধুত্ব ইমরান এবং সাফায়েতের। কিন্তু একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি কখনো। হঠাৎ ইমরানের মনে হল বন্ধুকে তো একটি গান উপহার দেওয়াই যায়। যেই ভাবা সেই কাজ। নিজের সুর-সংগীতে সাফায়েতের জন্য বানালেন ‘ইশারার খামে’ শিরোনামের একটি গান।

গানটি লিখেছেন তাদের আরেক বন্ধু স্নেহাশীষ ঘোষ। সৈকত রেজার পরিচালনায় সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির প্রমোশনাল মিউজিক ভিডিও। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘সাফায়েত আমার খুব কাছের একজন বন্ধু। অনেক ভালো গান করে সে। হঠাৎ মনে হল বন্ধুর জন্য একটি গান করলে মন্দ হয়না। সেই ভাবনা থেকেই গানটি করা। মাত্র ২ দিন হল গানটি ইউটিউবে প্রকাশ করেছি কিন্তু এরমধ্যেই অনেক সাড়া পাচ্ছি। আশাকরি সময় গড়ানোর সাথে সাথে গানটিও আরও অনেক দূর এগিয়ে যাবে।’

অন্যদিকে সাফায়েত বলেন, ‘বিভিন্ন গান নিয়ে ইমরান এখন অনেক ব্যস্ত সময় পার করছে। এর মধ্যে যে ও সময় বের করে আমার জন্য গান করেছে সেজন্য ওর কাছে কৃতজ্ঞতা। আশা করি আমাদের এই গান শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবেন।’

উল্লেখ্য, ‘ইশারার খামে’ গানটি থাকবে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হতে যাওয়া ‘ইশারার খামে’ শিরোনামের একটি দ্বৈত অ্যালবামের টাইটেল ট্র্যাক হিসেবে। এই অ্যালবামে সাফায়েতের তিনটি গানের সঙ্গে থাকবে মিলনের তিনটি গান।

মার্চে প্রকাশিত হবে ‘ইশারার খামে’ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও। এটিও নির্মাণ করবেন সৈকত রেজা।

দেখুন গানটির ভিডিও :

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।