শিবচরে আ.লীগ প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ২২ মার্চ প্রথম ধাপে মাদারীপুরের শিবচর উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মাঝে ইউনিয়নগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার দুপুর ১২টা থেকে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে উপজেলা আওয়ামী লীগ।

দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রথম দিনেই বেশ সাড়া পড়েছে। এ পর্যন্ত ২০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী রোববার পর্যন্ত মনোনয়নপত্র দেবে সংগঠনটি। এদিকে নির্বাচন কমিশনও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

Madaripur
শিবচর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. সেলিম মিয়া জানান, দলের সিদ্ধান্ত মতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের মাঝে দলীয় ফরম বিতরণ চলছে। যাচাই বাছাই শেষে প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে।  

নাসিরুল হক/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।