গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে এসেছেন গৌতম হালদার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ২৮ অক্টোবর ২০২২

ভারতের জনপ্রিয় অভিনেতা গৌতম হালদার গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে যোগ দিতে বাংলাদেশে এসেছেন। জানা গেছে, এটিই বাংলাদেশে তার প্রথম সফর।

আজ (২৮ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে এসে গৌতম হালদার এক আলাপচারিতায় অংশ নেন। এতে তার সঙ্গে যোগ দেন বাংলাদেলে সংস্কৃতির অঙ্গনের সকল শাখার শিল্পী, নেতৃবৃন্দ ও সংস্কৃতিকর্মীরা।

gou1

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ আয়োজন করেছে ২১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব-২০২২।

jagonews24

আজকের আয়োজনে পশ্চিমবঙ্গের বিশিষ্ট অভিনেতা গৌতম হালদাদের সঙ্গে আলাপচারিতায় উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ, নাট্যজন আকতারুজ্জামানসহ সংস্কৃতির সকল শাখার নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী ও শিল্পীবৃন্দ।

এমআই/এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।